ধূমায়িত বিপ্লব
- আহমেদ তানভীর - কাঠকয়লার আঁচড় ২৮-০৪-২০২৪

ভ্যান থেকে নামছে একগাদা প্ল্যাকার্ড, ফেস্টুন...
কপালে লালসালুফিতা, জ্বলছে চোখ!
বাঁ হাতে জ্বলছে বেনসন এন্ড হেজেস।
ধোঁয়ায় ধোঁয়ায় হাঁকডাক-
‘সন্তু কই? রণজিতের ফোন বন্ধ!
ব্যানারটা আনা হয় নাই’

টিঙটিঙে তরুণের খোঁচা খোঁচা দাড়ি বেয়ে-
নামছে রেডিমেইড বিপ্লব, হুজুগে সমাজতন্ত্র...
ঢোলা গেঞ্জির বুকে হাসছে চে’ গুয়েভারা।
দুনিয়ার মজদুর এক হবে বলে
চায়ের টঙ ঘিরে আছে লালবাঁধা মাথাগুলো...

বেজায় কাশতে কাশতে টঙের পেছন থেকে গলা বাড়ায়-
চাদরমোড়া বয়স্ক একজন,
‘বুঝলা মিয়ারা, মাথায় লালপট্টি বাইন্ধ্যা
চুরুটের নরম পাছায় চুমা দিয়া দিয়া
লাল চায়ে ঠোঁট ভিজাইলে
আর চিল্লাইয়্যা গলার রগ ফুলাইলেই বিপ্লব অয় না।
বিপ্লব আমরাও করছি মিয়া...'

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

sayadatchamon
০৫-১১-২০১৩ ১১:২৪ মিঃ

‘বুঝলা মিয়ারা, মাথায় লালপট্টি বাইন্ধ্যা
চুরুটের নরম পাছায় চুমা দিয়া দিয়া
লাল চায়ে ঠোঁট ভিজাইলে
আর চিল্লাইয়্যা গলার রগ ফুলাইলেই বিপ্লব অয় না।
বিপ্লব আমরাও করছি মিয়া...'
অসাধারণ চিত্র। শুভ কামনা কবি। ::তানভীর::